

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অসুস্থতার কারণে দীর্ঘ সময় জনসম্মুখে অনুপস্থিত থাকার পর ৪৭ দিন পর আবার প্রকাশ্যে এলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকার কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত এক বিনামূল্যের মেডিকেল ক্যাম্পে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি মহান সৃষ্টিকর্তার কাছে সুস্থ হয়ে ফিরে আসার সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “আল্লাহর তৌফিক ছাড়া আমি আজ এখানে দাঁড়াতে পারতাম না। এ সময়টা আমাকে মনে করিয়েছে, জাতির কাছে কিছু বলার দায়িত্ব আমারই।”
গত ১৯ জুলাই রাজধানীতে দলের এক মহাসমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান ডা. শফিকুর রহমান। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন চিকিৎসকরা। পরীক্ষা-নিরীক্ষায় মস্তিষ্কে কোনো জটিলতা ধরা না পড়লেও হৃদযন্ত্রে ব্লক শনাক্ত হয়। এ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বোর্ড গঠিত হয়।
দলের নেতারা জানিয়েছেন, দীর্ঘ বিরতির পর আমিরকে জনসম্মুখে ফিরে পেয়ে তারা স্বস্তি বোধ করছেন। তাদের মতে, রাজনৈতিকভাবে কঠিন সময়ে নেতৃত্বকে সামনে দেখতে পাওয়া কর্মী-সমর্থকদের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।
মন্তব্য করুন