বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রেই আছেন জামায়াত নেতা ডা. তাহের, ভাইরাল ছবি ভুয়া

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৯:২১ এএম
‘জিয়া সাইবার ফোর্স’ নামের একটি অনলাইন পেজ থেকে পোস্ট করা ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে পরে প্রমাণ মেলে।
expand
‘জিয়া সাইবার ফোর্স’ নামের একটি অনলাইন পেজ থেকে পোস্ট করা ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে পরে প্রমাণ মেলে।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বর্তমানে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন—ভারতে তার যাওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানা গেছে। ভাইরাল ছবিটিও ভুয়া।

তিনি শিকাগো শহরের একটি হাসপাতালে কিডনিজনিত জটিলতার চিকিৎসা নিচ্ছেন এবং আজ সোমবার (৭ অক্টোবর) দেশে ফেরার পরিকল্পনা রয়েছে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ডা. তাহের।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়—ডা. তাহের যুক্তরাষ্ট্র থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে গেছেন এবং সেখানে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

‘জিয়া সাইবার ফোর্স’ নামের একটি অনলাইন পেজ থেকে পোস্ট করা ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে পরে প্রমাণ মেলে।

ছবিটি শেয়ার করে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে লেখেন, “মুখে ভারতবিরোধিতা, তলে তলে সম্পর্ক গড়ছে জামায়াত।” তবে ছবিটি ভুয়া প্রমাণিত হওয়ার পর তিনি পোস্টটি মুছে ফেলেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান জানান, “কিছু মহল সামাজিক মাধ্যমে ইচ্ছাকৃতভাবে জামায়াত নেতাদের নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। শনিবার সকালেও ডা. তাহেরের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি চিকিৎসাধীন আছেন এবং শিগগিরই দেশে ফিরবেন।”

জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছেন ডা. তাহের। চলতি বছরের এপ্রিল মাসে তিনি যুক্তরাজ্যে চিকিৎসা নিয়েছিলেন।

এরপর ২১ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান। সফর শেষে তিনি নিউইয়র্ক থেকে শিকাগোতে গিয়ে চিকিৎসা নিচ্ছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন