বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের দুই নেতার দ্বন্দ্বে বন্ধ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১০:৫২ পিএম
জামায়াতের দুই নেতার দ্বন্দ্বে বন্ধ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট
expand
জামায়াতের দুই নেতার দ্বন্দ্বে বন্ধ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ইসলামী ব্যাংকের একটি এজেন্ট আউটলেট জামায়াতের দুই নেতার মধ্যে মালিকানা ও অংশীদারিত্বের দ্বন্দ্বের কারণে তালাবদ্ধ হয়ে পড়েছে। ফলে স্থানীয় শতাধিক গ্রাহক ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

জানা যায়, উপজেলার জামায়াত সেক্রেটারি আতাউর রহমান এবং শান্তিরাম ইউনিয়ন জামায়াতের আমীর সুজা মিয়া যৌথভাবে শোভাগঞ্জ বাজারে আউটলেটটি পরিচালনা করছিলেন। তবে প্রোপ্রাইটরশিপ ও ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের জেরে গত ১৬ সেপ্টেম্বর সকালে আউটলেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

সূত্র জানায়, ২০১৯ সালে প্রথমে সুজা মিয়া আউটলেটটি চালুর উদ্যোগ নেন। কিন্তু তৎকালীন জামায়াত-শিবির পরিচয়ের কারণে ব্যাংক কর্তৃপক্ষ তাকে সরাসরি প্রোপ্রাইটরশিপ দেয়নি। পরবর্তীতে আতাউর রহমান আশ্বাস দিয়ে তার ভাই আলতাফ হোসেনের নামে প্রোপ্রাইটরশিপ করান। লিখিত কোনো চুক্তি না থাকায় পরবর্তীতে বিরোধ তীব্র আকার ধারণ করে।

সম্প্রতি সুজা মিয়া পুনরায় প্রোপ্রাইটরশিপ দাবি করলে আলতাফ হোসেন মালিকানা দাবি করেন। তবে অন্যান্য অংশীদাররা অভিযোগ করেছেন, আলতাফ হোসেন আউটলেটে কোনো বিনিয়োগ বা প্রত্যক্ষ সম্পৃক্ততা রাখেননি।

আউটলেটের ইনচার্জ সুজা মিয়ার দাবি, আমি নিজে ব্যাংক এনেছিলাম। অথচ কৌশলে আতাউর রহমান মালিকানা হাতিয়ে নিয়েছেন। বিষয়টি উপজেলা আমীরকে জানালেও কোনো পদক্ষেপ নেননি। স্থানীয় শেয়ারহোল্ডারদেরও অভিযোগ, থানা আমীর নিরপেক্ষ না থেকে সেক্রেটারির পক্ষ নিচ্ছেন।

এদিকে হঠাৎ আউটলেট বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন গ্রাহকরা। ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, প্রতিদিন এখানে টাকা লেনদেন করতাম। এখন জমা দিতে না পারায় ব্যবসায় ক্ষতি হচ্ছে। কৃষকরাও ধান বিক্রির টাকা তুলতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন।

ইসলামী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের এক কর্মকর্তা জানান, বিষয়টি তদন্ত করে দ্রুত সমাধান করা হবে। তিনি বলেন, ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার মতো ঘটনা এজেন্ট আউটলেটে কাম্য নয়।

এদিকে বর্তমান প্রোপ্রাইটর আলতাফ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত আউটলেট পুনরায় চালুর দাবি জানিয়েছেন এবং বলেন, রাজনৈতিক দ্বন্দ্ব বা ব্যক্তিগত বিরোধের কারণে যেন সাধারণ মানুষ ভোগান্তির শিকার না হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন