শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত আমিরের ভগ্নিপতির লাশ মিলল খালে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৭:১৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে নিখোঁজের একদিন পর ইউছুফ হোসেন (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দালালবাজার–পালেরহাট সড়কের কোরালিয়া খাল থেকে মরদেহটি পাওয়া যায়।

নিহত ইউছুফ সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গৌপীনাথপুর গ্রামের বাসিন্দা আবুল কাশেমের ছেলে। তিনি সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হুমায়ুন কবিরের ভগ্নিপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯টার পর থেকে ইউছুফ হোসেনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার রাতে কোরালিয়া খালে টেটা দিয়ে মাছ ধরতে গিয়ে এক যুবক লাশটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছেলে শাকিল জানান, বৃহস্পতিবার রাতে বাড়ির সামনে তার বাবার সঙ্গে শেষবার কথা হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সারাদিন খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। পরে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, হাত-পা বাঁধা অবস্থায় খালে তার বাবার মরদেহ পাওয়া গেছে। তিনি অভিযোগ করেন, এটি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন