শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘পূজায় আসলে জামায়াতের ঈমান চলে যায়, বিএনপিসহ অন্যদের যায় না’ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৬:৪০ পিএম
‘পূজায় আসলে জামায়াতের ঈমান চলে যায়, বিএনপিসহ অন্যদের যায় না’ 
expand
‘পূজায় আসলে জামায়াতের ঈমান চলে যায়, বিএনপিসহ অন্যদের যায় না’ 

দুর্গাপূজা ঘিরে রাজনৈতিক নেতাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে। কৃষ্ণা বালা রানি নামে এক নারী তার ফেসবুক পোস্টে লেখেন, পূজায় আসলে জামায়াতের ঈমান চলে যায়, বিএনপিসহ অন্যদের যায় না?

শনিবার (৪ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে কৃষ্ণা বালা রানি এমন মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, পূজায় জামায়াত আসলে তাদের ঈমান চলে যায়। আর বিএনপিসহ অন্য দল আসলে সম্প্রীতি। মুসলিমদের যদি পূজায় আসলে ঈমান চলে যায় তাহলে শুধু জামায়াত নয়, বিএনপিসহ সব দলের মুসলমানদের ঈমান চলে যাওয়ার কথা।

তিনি আরও লেখেন, এখন মূল প্রশ্ন হচ্ছে, আপনারা চাই পূজায় আসার কারণে আপনাদের ঈমান চলে যাক। পূজায় কোনো দলের আসার দরকার নেই। যদি সাহায্য-সহযোগিতা দিতে চান তাহলে পূজার আগে পৌছিয়ে দিয়েন।

রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে পূজার সময় জামায়াতসহ বিভিন্ন দলের আগমনকে তিনি ‘অরাজনৈতিক’ বলে অভিহিত করেন। একইসঙ্গে পূজার সময় ঢাক-ঢোল বাজিয়ে শোভাযাত্রা বন্ধ করে শান্তিপূর্ণভাবে উৎসব পালনের আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, দুর্গাপূজা উপলক্ষে এর আগে রাজনৈতিক দলগুলোর নেতাদের অংশগ্রহণ ও শুভেচ্ছা বিনিময় নিয়ে বিভিন্ন সময়ে বিতর্ক দেখা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন