বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বোচ্চ শক্তি নিয়ে ৩০০ আসনে প্রার্থী দেবে জামায়াত: গোলাম পরওয়ার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৫:০২ পিএম
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
expand
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার মতো প্রস্তুতি রয়েছে তাদের।

শুক্রবার সকালে খুলনার আল ফারুক সোসাইটি মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, “আগামী নির্বাচনে প্রতিটি আসনে প্রার্থী দেওয়া হবে। এজন্য মাঠপর্যায়ে সবাইকে সর্বোচ্চ শক্তি নিয়ে নির্বাচনে কাজ করতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, এখনই সময় দ্বীনের প্রতিনিধি সংসদে পাঠানোর। এজন্য অতীতে ছাত্র রাজনীতির সঙ্গে জড়িতদেরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। সভাপতিত্ব করেন খুলনা মহানগর শিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি রাকিব হোসাইন।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হোসাইন, মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল, নড়াইল জেলা আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু। উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন