

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজামুখী ত্রাণবাহী জাহাজ আটক করার ঘটনায় ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি এসব জাহাজ ও মানবাধিকার কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৭০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। ইতোমধ্যেই জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা সতর্ক করে জানিয়েছে, সেখানে দুর্ভিক্ষ ও রোগব্যাধি ভয়াবহ আকার নিয়েছে। দ্রুত ত্রাণ না পৌঁছালে আরও বহু প্রাণহানি ঘটবে।
তিনি জানান, ইসরায়েল ‘গ্লোবাল সুমুদ ’র ১৩টি ত্রাণবাহী নৌযান এবং বহু মানবাধিকার কর্মীকে আটক করেছে। অথচ এই জাহাজগুলো খাদ্য, পানি ও ওষুধ নিয়ে গাজায় যাচ্ছিল। এই পদক্ষেপকে তিনি অমানবিক ও মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যা দেন।
অধ্যাপক পরওয়ার বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী মানবিক সহায়তা গন্তব্যে পৌঁছাতে বাধা দেওয়া যায় না। তবুও ইসরায়েল নৌযান ও মানবাধিকার কর্মীদের আটক করে ভয়াবহ অপরাধ করেছে। ইতোমধ্যেই এ ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা শুরু হয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইসরায়েলের এই পদক্ষেপকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে উল্লেখ করেছে।
তার দাবি, মূলত ফিলিস্তিনে জাতিগত নিধন চালাচ্ছে দখলদার ইসরায়েল। আন্তর্জাতিক পানিসীমায় ত্রাণবাহী জাহাজে বাধা দেওয়া মানবতার বিরুদ্ধে এক জঘন্যতম অপরাধ।
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান— গাজার ক্ষুধার্ত মানুষের কাছে যেন ত্রাণ নিরাপদে পৌঁছাতে পারে এবং আটক মানবাধিকার কর্মীদের নিঃশর্ত মুক্তি নিশ্চিত হয়, সে জন্য ইসরায়েলের ওপর অবিলম্বে চাপ সৃষ্টি করতে হবে।
মন্তব্য করুন
