শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তারেক মনোয়ারের বক্তব্য জামায়াতের নয়

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ পিএম
জামায়াতে ইসলামী
expand
জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছেন, ইসলামি বক্তা তারেক মনোয়ারের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত এবং এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সিরাতুন্নবী (সা.) মাহফিল উপলক্ষে আয়োজিত একটি ঘরোয়া আলোচনায় মাওলানা তারেক মনোয়ার দরসে নেজামির আলেমদের নিয়ে বক্তব্য দিয়েছেন। এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত বক্তব্য। তিনি ইতোমধ্যেই ক্ষমা চেয়েছেন। তবুও এই বক্তব্যের দায় জামায়াতে ইসলামীকে চাপানোর চেষ্টা দুঃখজনক এবং অনভিপ্রেত।

এহসানুল মাহবুব আরও বলেন, জামায়াতে ইসলামী সবসময় আলেম সমাজের প্রতি শ্রদ্ধাশীল। আমরা তাদের মুসলিম উম্মাহর রাহবার হিসেবে সম্মান করি। তারা যুগ যুগ ধরে জাতিকে সঠিক দিকনির্দেশনা দিয়ে আসছেন এবং ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন। তাদের মর্যাদা ক্ষুণ্ণ করার মতো কোনো অবস্থান বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো গ্রহণ করেনি। সুতরাং এ বিষয়ে জামায়াতকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই।

সিরাতুন্নবী (সা.) মাহফিল উপলক্ষে আয়োজিত ওই আলোচনা সভায় তারেক মনোয়ার দরসে নেজামির আলেমদের ‘ফ্যাসিস্টের দোসর’ হিসেবে আখ্যায়িত করে তাদের মসজিদ থেকে বের করে দেওয়ার দাবি করেছিলেন। তার এই মন্তব্যের পর কওমি অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমেও তারেক মনোয়ারের বিভিন্ন বেফাঁস মন্তব্যের কারণে বিতর্ক তৈরি হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন