বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘ভোলায় জামায়াতের ৪৫ নেতা কর্মীর বিএনপিতে যোগদানের খবর মিথ্যা’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ পিএম
জামায়াতে ইসলামী
expand
জামায়াতে ইসলামী

ভোলার চরফ্যাসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪৫ জন নেতা-কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপিতে যোগ দিয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এই খবর প্রচারিত হওয়ার পর ভোলা জেলা জামায়াতের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

এই খবরকে 'সম্পূর্ণই মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত' আখ্যা দিয়ে এক বিবৃতিতে ভোলা জেলা জামায়াতের আমীর মুহাম্মদ জাকির হুসাইন এবং সেক্রেটারি মোঃ হারুনুর রশীদ বলেন, প্রচারিত খবরটি সত্য নয়। তাদের বক্তব্য পরিষ্কার: জামায়াতের কোনো নেতা বা কর্মী বিএনপিতে যোগদান করেননি।

বিবৃতিতে আসল ঘটনাটি ব্যাখ্যা করা হয়। সেখানে বলা হয়, খবরটির কেন্দ্রে থাকা মোঃ ওমর ফারুক নামে এক ব্যক্তি, যার বাবা মৃত মোঃ তোফাজ্জল হোসেন, তাকে প্রায় এক বছরেরও বেশি সময় আগে অর্থাৎ ২০২৪ সালের ৫ জুলাই সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে বহিষ্কারের কারণ হিসেবে অর্থ কেলেঙ্কারি, সংগঠনের ফান্ডে অতিরিক্ত অর্থ জমা না দেওয়া এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়।

জামায়াত নেতারা জোর দিয়ে বলেন, বহিষ্কৃত সেই মোঃ ওমর ফারুক সহ অন্য কারো সাথেই বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রকার সম্পর্ক নেই। ফলে তাদের অন্য কোনো দলে যোগদানকে জামায়াতের নেতা-কর্মীর যোগদান হিসেবে প্রচার করা হলুদ সাংবাদিকতার শামিল।

তারা মনে করেন, যারা এমন ভুল তথ্য প্রচার করেছেন, তাদের উচিত ছিল খবরটি প্রকাশের আগে সংশ্লিষ্ট এলাকার জামায়াত নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে সঠিক তথ্য যাচাই করা। ভবিষ্যতে এই ধরনের ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য তারা বিনীত অনুরোধও জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন