শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘ক্ষমতায় গেলে জনগণের অধিকার নিশ্চিত, আন্দোলনের দরকার নেই’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩০ পিএম
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
expand
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগণের ন্যায্য অধিকার আদায়ে কাউকেই রাস্তায় নেমে আন্দোলন করতে হবে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, “আমরা ক্ষমতায় এলে কারও প্রাপ্য অধিকার আদায়ে এক মিনিটের জন্যও কর্মস্থল ছাড়তে হবে না। ইনসাফের ভিত্তিতে যার যা পাওনা, তা তার হাতে পৌঁছে দেওয়া হবে।”

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীতে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা বিশ্বাস করি, পাঁচ বছরে উন্নয়নের বুলেট ট্রেন না চালাতে পারলেও অন্তত উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করতে পারব।”

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ক্ষমতায় গেলে জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা হবে। “আমাদের বিরুদ্ধে গেলেও সাংবাদিকরা সাহসিকতার সঙ্গে লিখতে পারবেন,” মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির তিনটি অঙ্গীকারের কথা তুলে ধরেন। প্রথমত, শিক্ষাব্যবস্থার আমূল সংস্কার। তিনি বলেন, “যে শিক্ষা মানুষকে অনৈতিক ও দুর্নীতিবাজ করে তোলে, তা আমরা দেব না। এমন শিক্ষা দেব যা মানুষকে নৈতিক ও সম্মানিত করে তুলবে। নৈতিক ও বৈষয়িক শিক্ষার সমন্বয় ঘটিয়ে এমন ব্যবস্থা করা হবে, যাতে শিক্ষাজীবন শেষে কেউ বেকার না থাকে—কেউ উদ্যোক্তা হবে, কেউ চাকরি পাবে।”

দ্বিতীয় অঙ্গীকারের বিষয়ে তিনি জানান, শুধুমাত্র ডিগ্রির ভিত্তিতে নয়, কাজের যোগ্যতা ও অবদানের ওপর মর্যাদা নির্ধারণ করা হবে।

তৃতীয় অঙ্গীকার হিসেবে তিনি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেন। তাঁর ভাষায়, “দুর্নীতির স্রোত থামিয়ে দেওয়া হবে। যে সেবার গভীরতা ও গুরুত্ব যত বেশি, সেই অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণ করা হবে।”

ডা. শফিকুর রহমানের দাবি, এ ধরনের সংস্কারমূলক উদ্যোগ বাস্তবায়িত হলে জনগণের অধিকার আদায়ে আন্দোলনের প্রয়োজনই থাকবে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন