শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ আবু সাঈদের কবরের পাশে জামায়াত আমির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৫১ এএম
শহীদ আবু সাঈদের কবরের পাশে জনতার উদ্দেশে বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান
expand
শহীদ আবু সাঈদের কবরের পাশে জনতার উদ্দেশে বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান

২৪ এর ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বাড়িতে গেলেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি শনিবার (২৪ জানুয়ারি) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে তার বাড়িতে আসেন। শহীদ আবু সাঈদের কবর যিয়ারত করেন। তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।

এ সময় তার সঙ্গে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, জাতীয় নাগর পার্টির (এনসিপি) সদস্য সচিব আকতার হোসেন, শিবিরের সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, আজ সকাল ১০ টায় গাইবান্ধা পলাশবাড়ীতে জনসভায় বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান।

তাছাড়া বেলা ১২ টায় বগুড়া শহর, দুপুর আড়াইটায় বগুড়ার শেরপুরে, বিকাল সাড়ে ৩ টায় সিরাজগঞ্জ শহর, ৪ টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া, সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেবেন। রাতে সড়ক পথে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

গতকাল শুক্রবার পঞ্চগড়ে জনসভার মাধ্যমে উত্তরবঙ্গ সফর শুরু করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরে দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুরে নির্বাচনী জনসভায় ভাষণ দেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X