

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বাংলাদেশ এখন সংকটময় একটি সময়ের মুখে দাঁড়িয়েছে। জাতি ও দেশকে কোন পথে নিয়ে যেতে হবে, গণতন্ত্রের পর্ব কীভাবে এগোব—সব কিছু নির্ভর করছে আগামী নির্বাচনের উপর।
সোমবার জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপি ভোটকেন্দ্র নিরাপত্তা মহড়া ও আনসার সদস্যদের সমাপনী প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সিইসি আনসার সদস্যদের উদ্দেশে বলেন, “আপনারা শুধু কোনো বাহিনীর সদস্য নন, একই সঙ্গে এই দেশের নাগরিকও। নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব আছে।”
তিনি আরও বলেন, বিশেষ করে এই নির্বাচনপ্রক্রিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। সংখ্যার বিচারে এরা বড় একটি বাহিনী; দেশের যে কোনো দুর্যোগে গ্রামাঞ্চলে এ বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা যায়।
প্রশিক্ষণের ডেমো নিয়ে অভিমত ব্যক্ত করে সিইসি বলেন, “আজ যে ডেমো দেখলাম—ডামি ইলেকশন সেন্টার, ভোটাররা আসছে, পোলিং কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসারের রোল প্লে, ভোটকেন্দ্রে যেসব অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে—এসব গতিশীল ধরনের অনুশীলন হওয়া উচিত। এমন অভ্যর্থিত প্রশিক্ষণই নির্বাচনকে নিরাপদ ও স্বচ্ছ করতে সাহায্য করবে।”
সিইসি জানান, এবারের নির্বাচনে আনুমানিক প্রায় দশ লাখ মানুষ দায়িত্বে থাকবে—প্রিজাইডিং ও পুলিং অফিসার থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীসহ বহুমাত্রিক কর্মীভিত্তিক ব্যবস্থাপনা করা হবে।
তিনি বলেন, “আমরা একটি উদ্যোগ নিয়েছি যাতে ডিউটিতে থাকা যারা নন—তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন। ইনশাআল্লাহ ১৬ নভেম্বর থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করব।
যারা ডিউটিতে থাকবেন, তারা পোস্টাল ব্যালটের জন্য রেজিস্ট্রেশন করে নেবেন; বাড়ির ঠিকানায় ব্যালট পৌঁছে যাবে এবং নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী তারা ভোট দিতে পারবেন।
সরকারি কর্মকর্তা-কর্মচারী, জেলে থাকা আইনি প্রহেলিত ব্যক্তিরাও—সব শ্রেণির নাগরিক যাতে ভোট দিতে পারেন, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রবাসীদেরও ভোটের সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে।”
সিইসি আরও বলেন, “একটি সুন্দর ও প্রত্যাশিত নির্বাচন দিতে হলে শুধু বাহিনী প্রাযুক্তিই যথেষ্ট নয়—ভোটার, রাজনৈতিক দল, সাংবাদিক ও সমাজের সব অংশীদারের সহযোগিতা প্রয়োজন।
আমরা সবাই মিলে—ভোটার, রাজনৈতিক দল, সাংবাদিক ভাই-বোনেরা ও বিভিন্ন বাহিনী—ইনশাআল্লাহ একটি সুষ্ঠু নির্বাচন জাতির জন্য উপহার দিতে পারব। এতে দেশের গণতন্ত্রের অগ্রগতি নিশ্চিত হবে।”
মন্তব্য করুন
