শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফ্যাসিবাদী শাসন চিরতরে বন্ধ করতে পিআর পদ্ধতির বিকল্প নেই: জামায়াত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৫ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
expand
বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদী শাসন চিরতরে বন্ধ করতে এবং সংসদে সব দলের সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আগামী নির্বাচন অবশ্যই পিআর (আনুপাতিক প্রতিনিধি) পদ্ধতিতে হতে হবে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জামায়াতের রংপুর মহানগরী ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণ আর স্বৈরাচারী শাসন চাইছে না। জুলাই জাতীয় সনদের রূপরেখার ভিত্তিতে ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে।

তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে প্রতিটি দলের প্রাপ্ত ভোট অনুযায়ী সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং ফ্যাসিবাদী শাসনের পথ বন্ধ হবে। পাশাপাশি দেশের নাগরিকরা চান একটি নিরপেক্ষ নির্বাচন যেখানে সব দল সমান সুযোগ পাবে।

সমাবেশে অন্যান্য নেতা এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যরা অংশ নেন। বক্তারা সরকারের কাছে পাঁচ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের অনুরোধ জানিয়ে আন্দোলনকে আরও তীব্র করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন