রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হাদিকে দেখতে ঢামেকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ পিএম
হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান
expand
হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদি শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

হাসপাতালে পৌঁছে তিনি চিকিৎসকদের কাছ থেকে হাদির সর্বশেষ শারীরিক তথ্য জেনে দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া কামনা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের হওয়ার সময় গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় আমীরে জামায়াত বলেন, “তফসিল ঘোষণার পরের দিন একজন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও জুলাই যোদ্ধাকে লক্ষ্য করে গুলি করার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

এই ধরনের হামলাকে কোনওভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে এবং এই ঘটনার নেপথ্যের শক্তি কারা-তা জাতির সামনে স্পষ্ট করতে হবে।

এ সময় জামায়াতের আমিরের সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. এস. এম. খালিদুজ্জামান, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ হাজী মুহাম্মদ এনায়েত উল্লাহসহ কেন্দ্রীয় ও মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X