রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তফসিলকে স্বাগত জানিয়ে রাজধানীতে জামায়াতের মিছিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ এএম
expand
তফসিলকে স্বাগত জানিয়ে রাজধানীতে জামায়াতের মিছিল

জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে রাজধানীর মিরপুর এলাকায় গণমিছিল করেছে ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী।

দলের ঢাকা-১৫ আসনের উদ্যোগে বৃহস্পতিবার রাতে মিরপুর-১০ নং গোল চক্কর থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীপাড়া বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মূসা বলেন, সুখী, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে ঘোষিত তফসিল অনুযায়ী জামায়াত আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে।

কাফরুল দক্ষিণ থানা আমির ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য আনোয়ারুল করিমে সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ, কাফরুল উত্তর থানা আমির রেজাউল করিম মাহমুদ, পশ্চিম থানা আমির আব্দুল মতিন খান, জোন টিম সদস্য মো. জসিম উদ্দিন, শ্রমিক নেতা মিজানুর রহমান, জামায়াত নেতা আতিক হাসান রায়হান, ওয়াহিদুল ইসলাম সাদিক, আবু নাহিদ ও আশিকুর রহমান প্রমূখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X