বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতসহ আজ ঢাকায় ৭ দলের বিক্ষোভ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৮ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

রাজধানীতে আজ জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দলের বিক্ষোভ। বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়েই তাদের যুগপৎ কর্মসূচির সূচনা হবে।

দলগুলোর দাবির মধ্যে রয়েছে— জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থা চালু, প্রতিদ্বন্দ্বী সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ, বর্তমান সরকারের দমন-নিপীড়ন, দুর্নীতি ও গণহত্যার বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

প্রথম দিনের কর্মসূচিতে রাজধানীতে বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হবে। যদিও পিআর পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে ভিন্নমত রয়েছে।

জামায়াত সুত্র জানায়, পাঁচ দফা দাবির অংশ হিসেবে আজ বিকাল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে তাদের বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণা করেছে, বাদ জোহর বায়তুল মোকাররমের উত্তর গেটে তারা মহানগরী শাখার উদ্যোগে সমাবেশ ও মিছিল করবে। এতে নেতৃত্ব দেবেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

বাংলাদেশ খেলাফত মজলিস বিকালে একই এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে। জাগপা, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনও পৃথকভাবে রাজধানীতে তাদের বিক্ষোভ সমাবেশ করবে।

৭টি দল ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, এ কর্মসূচি চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। এর মাধ্যমে তারা নিজেদের দাবির প্রতি সরকারের পাশাপাশি জনসাধারণের মনোযোগ আকর্ষণ করতে চাইছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন