বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এনজিও কর্মীকে ধর্ষণ চেষ্টা মামলায় বিএনপি নেতা কারাগারে

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৮:১৯ পিএম
এনজিও কর্মীকে ধর্ষণ চেষ্টা মামলায় বিএনপি নেতা কারাগারে
expand
এনজিও কর্মীকে ধর্ষণ চেষ্টা মামলায় বিএনপি নেতা কারাগারে

এনজিও কর্মীকে ধর্ষণ চেষ্টা মামলায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও স্থানীয় ভেলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া রিপন (৪২) এবং তার সহযোগী চান মিয়াকে (৪৩) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক ড. আব্দুল মজিদ শুনানি শেষে এ আদেশ দেন।

অভিযুক্ত বিএনপি নেতা শিক্ষক গোলাম কিবরিয়া রিপন উপজেলার পশ্চিম ভেলাবাড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। অপর অভিযুক্ত চাঁন মিয়া পাশ্ববর্তী তালুক দুলালী (বারঘড়ি) গ্রামের হাসমত আলীর ছেলে।

মামলার বাদী ওই এনজিওকর্মী এজাহারে উল্লেখ করেন, ব্র্যাক অফিস ভেলাবাড়ী শাখায় ক্রেডিট অফিসার (প্রগতি) হিসেবে কর্মরত এক নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে স্থানীয় নাসির উদ্দিন জয় নামে এক ব্যক্তি। পরে ওই এনজিও কর্মী বিয়ের দাবিতে প্রেমিক জয়ের বাড়িতে অনশন করে। এর বিচার পাইতে গত ৩ আগস্ট সন্ধ্যায় তিনি বিএনপি নেতা গোলাম কিবরিয়া রিপনের সঙ্গে দেখা করেন। রিপন তাকে বিচারের আশ্বাস দিয়ে সহযোগী চাঁনমিয়ার বাড়িতে থাকার পরামর্শ দেন। ওই রাতে চাঁন মিয়ার বাড়িতে অবস্থানকালে রিপন রাতে ওই বাড়িতে গিয়ে এনজিওকর্মীকে ধর্ষণের চেষ্টা করেন। পরদিন রাতে আশ্রয়দাতা চাঁন মিয়াও ওই নারী এনজিওকর্মীকে ধর্ষণের চেষ্টা করেন।

এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে আদিতমারী থানায় মামলা দায়ের করেন। এ মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। বুধবার লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ লিমন বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা আদালতে আসামীদের জামিন আবেদন করেছি। আদালত তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। আমরা উচ্চ আদালতে জামিনের আবেদন করবো।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন