বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তাড়াইলে উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৭:৩৯ পিএম
তাড়াইলে উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
expand
তাড়াইলে উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কিশোরগঞ্জের তাড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বিকাল ৪টায় এলএসডি রোডের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শৈবাল কুমার পাল দিপু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আতাউর রহমান খান মিলন,সিনিয়র সাংবাদিক রবীন্দ্র সরকার এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি।

আলোচনা সভায় বক্তারা বলেন, উদীচী বাংলাদেশের প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও মানবিক চেতনার প্রতীক। সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে মানবিক সমাজ ও মুক্তচিন্তার বাংলাদেশ গড়ে তোলাই উদীচীর লক্ষ্য।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উদীচীর শিল্পীরা সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশন করেন। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন