

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


উখিয়া–টেকনাফে আলোচনায় চৌধুরী পরিবার, জামায়াত প্রার্থীর পক্ষে মাঠে ছোট ভাই শাহজালাল।
কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে জাতীয় নির্বাচনের আগে সবচেয়ে বেশি আলোচনায় চৌধুরী পরিবার।
কারণ, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী- দুই সহোদর ভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে অবস্থান করছেন। ফলে এলাকায় প্রশ্ন উঠেছিল: ছোট ভাই শাহজালাল শেষ পর্যন্ত কার জন্য কাজ করবেন?
এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরী।
অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী হিসেবে লড়ছেন জেলা আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারী।
দলীয় মনোনয়ন আনোয়ারী পেলেও নজর ছিল শাহজালালের দিকে- কারণ বিভিন্ন সময়ে তার বক্তব্যে ধারণা করা হয়েছিল, হয়তো তিনি বড় ভাইয়ের প্রার্থিতাকে সমর্থন দেবেন।
তবে শেষ মুহূর্তে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। দলীয় অবস্থানকেই প্রাধান্য দিয়ে শাহজালাল জামায়াতের প্রার্থী আনোয়ারীর পাশে দাঁড়ানোর ঘোষণা দেন।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উখিয়ায় জামায়াত আয়োজিত ছাত্র–তরুণ সম্মেলনে প্রকাশ্যে হাত তুলে আনোয়ারীর প্রতি সমর্থন জানান তিনি।
সম্মেলনে অংশ নিয়ে শাহজালাল আনোয়ারীকে জনগণের সামনে পরিচয় করিয়ে দেন এবং বলেন, “উখিয়া–টেকনাফের আগামী সংসদ সদস্য হবেন মাওলানা নূর আহমেদ আনোয়ারী।” তাঁর এই ঘোষণায় সমাবেশস্থলে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, ভোটের সমীকরণে শাহজালালের পূর্ণ সমর্থন পেয়ে বাড়তি সুবিধা পাচ্ছেন জামায়াতের প্রার্থী নূর আহমেদ আনোয়ারী।
সম্মেলনের প্রধান অতিথি, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান- যিনি নিজেও উখিয়ার বাসিন্দা—শাহজালালের অবস্থানকে দলের প্রতি অটল আনুগত্য হিসেবে দেখছেন।
মন্তব্য করুন

