

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতির খবরে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ উদ্বেগের কথা জানান।
পোস্টে তিনি লেখেন, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির সংবাদে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তার সার্বিক অবস্থার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখছি।’
তিনি আরও লেখেন, ‘মহান রাব্বুল আলামিনের দরবারে আমার আন্তরিক আরজ- আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন, কষ্ট সহজ করে দেন এবং উত্তম ব্যবস্থা করে দেন।’
বেগম খালেদা জিয়ার সুস্থতার পাশাপাশি দেশের মানুষের জন্যও দোয়া চান জামায়াতের আমির।
তিনি লিখেছেন, ‘মহান আল্লাহ আমাদের সবাইকে রোগব্যাধি ও বিপদাপদ থেকে হেফাজত করুন। আমিন।’
মন্তব্য করুন
