শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত থেকে এমপি মনোনয়ন পাবেন ভিন্ন ধর্মাবলম্বীরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ পিএম
জামায়াতে ইসলামী
expand
জামায়াতে ইসলামী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনেই প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রস্তুতিও নিচ্ছে জোরালো ভাবে। দেশে যতোগুলো রাজনৈতিক দল আছে তাদের মধ্যে জামায়াতে ইসলামী একক ভাবে সকল সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সদস্যদেরও এমপি প্রার্থী হিসেবে বিবেচনায় নিচ্ছে জামায়াতে ইসলামী।

সম্প্রতি জামায়াতের আইনজীবী ও সাবেক শিবির নেতা ব্যারিস্টার শিশির মনির একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে বলেছেন, ‌‌এবার চমক থাকছে, জামায়াতে ইসলামীও মাইনরিটি কমিউনিটির লোকজনকে তাদের সংসদ সদস্য হিসেবে নমিনেশন দেবে। এটার জন্য অপেক্ষা করুন। আমরা খুব ক্লোজলি এটা নিয়ে কাজ করছি।

দলটির ঘনিষ্ঠ সূত্র জানায়, জামায়াত দীর্ঘদিন ধরে নিজেদের রাজনৈতিক অবস্থান ও ভাবমূর্তি পুনর্গঠনের চেষ্টা করছে। এ প্রেক্ষিতেই এবার ভিন্ন ধর্মাবলম্বী তথা হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান সম্প্রদায়ের যোগ্য, সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের মনোনয়ন বিবেচনায় নেওয়া হতে পারে। এরই মধ্যে সংখ্যালঘু বেশ কয়েকজন দলের উচ্চ পর্যায়ে যোগাযোগ করেছেন। দলটি থেকেও তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে তাদের মনোনয়ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এটি দলটির ইতিহাসে একটি বড় ধরনের নীতিগত পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রাজনৈতিক অঙ্গনে এ খবরে বেশ আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ একে ইতিবাচক রাজনৈতিক উদারতার ইঙ্গিত হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে জামায়াতের কৌশলগত অবস্থান পরিবর্তনের অংশ হিসেবে ব্যাখ্যা করছেন।

বিশ্লেষকরা মনে করছেন, জামায়াত যদি সত্যিকার অর্থেই বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্বকে গুরুত্ব দিয়ে থাকে, তবে তা দেশের বহুত্ববাদী রাজনীতির জন্য একটি নতুন অধ্যায় তৈরি করতে পারে। তবে সবকিছুই নির্ভর করছে দলটির চূড়ান্ত সিদ্ধান্ত ও বাস্তবায়নের ওপর।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং দলটির কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলমান রয়েছে, তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। অনেকে নোমিনেশন পেতে আগ্রহ প্রকাশ করেছেন, আমরাও তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি; তারাও আমাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন