

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন নির্বাচনের আগে রাজনীতিতে অবস্থান দৃঢ় করতে ভিপি নুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ (জিওপি) এবং নাহিদ ইসলাম নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একত্রিত হয়ে একটি দলের রূপ নিতে পারে বলে গুঞ্জন চলছে।
তবে দুই দলের নেতারা এ বিষয়ে ভিন্ন মন্তব্য করেছেন। তবে অনেকেই মনে করেন সাফল্যের আশায় দুই দল জোটবদ্ধ হতে পারে।
বৃহস্পতিবার সংশ্লিষ্ট নেতৃবৃন্দ গণমাধ্যমকে জানিয়েছেন, জিওপি ও এনসিপির মধ্যে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক একীভূতকরণের আলোচনা হয়নি। গণঅধিকার পরিষদের নেতাদের কেউ কেউ সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন, অন্যদিকে এনসিপির নেতারা পুরোপুরি তা অস্বীকার করেছেন।
জিওপির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, রাজনীতিতে নানা ধরনের আলোচনা সব সময় হয়। আমরা এনসিপির নেতাকর্মীদের সঙ্গে একসঙ্গে আন্দোলন করেছি এবং আমাদের বোঝাপড়া রয়েছে। তবে এখনই মন্তব্য করার সময় নয়।
দলীয় মুখপাত্র ফারুক হাসান বলেন, এনসিপির সঙ্গে একীভূত হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তবে রাজনীতিতে অনেক কিছুই সম্ভব।
উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ জানান, এনসিপির সঙ্গে একীভূতকরণ নিয়ে সরাসরি আলোচনা হয়নি। তবে আমরা চাই তরুণরা একসাথে রাজনীতি করুক। তাদের সঙ্গে আমাদের টুকটাক যোগাযোগ আছে। একীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করেছেন। তিনি বলেন, এখনো কোনো সম্ভাবনা নেই, আলোচনাও হয়নি। গণঅধিকার পরিষদ থেকে কোনো প্রস্তাবনা আসেনি। তবে বিভিন্ন যৌক্তিক দাবির ক্ষেত্রে আমরা তাদের সঙ্গে একসাথে কাজ করতে পারি।
রাজনীতিবিদদের এ মন্তব্যের মাধ্যমে স্পষ্ট হচ্ছে, যদিও ভিন্ন দলের মধ্যে সমন্বয় ও সহযোগিতার সম্ভাবনা রয়েছে, আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ এখনো হয়নি।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    