শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
নুরের উপর হামলা

পুরো সেনাবাহিনী-পুলিশের দোষ নেই, হামলায় জড়িত সদস্যদের বিচার চাই: রাশেদ খাঁন

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৬ পিএম
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন
expand
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার বিচার না হলে বাজে দৃষ্টান্ত তৈরি হবে বলে মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন বলেছেন, ‘আমরা তো পুরো সেনাবাহিনী কিংবা পুলিশ বাহিনীকে দোষারোপ করছিনা। শুধুমাত্র বাহিনীর যারা হামলার সাথে জড়িত তাদের বিচার দাবি করছি। এতোদিনেও একজন গ্রেফতার না হওয়া রহস্যজনক। তাহলে সরকার হামলার বিষয়ে ওয়াকিবহাল ছিলো?

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে নুরুল হক নুরসহ নেতাকর্মীদের উপর দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হামলার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার কোনভাবেই দায় এড়াতে পারেন না উল্লেখ করে এসময় রাশেদ খাঁন বলেন, এখনো পর্যন্ত তিনি (স্বরাষ্ট্র উপদেষ্টা) এই ঘটনায় দুঃখ কিংবা সহমর্মিতা প্রকাশ করেননি। কাউকে গ্রেফতার করার নির্দেশনা দেননি। বরং হামলাকারীদের রক্ষা করে যাচ্ছেন। কিন্তু কোনভাবে সেটি মেনে নেওয়া হবেনা। নুরুল হক নুরের উপর হামলার ঘটনার দায় নিয়ে তার পদত্যাগ করতে হবে।

তিনি আরও বলেন, নুরুল হক নুরকে রক্তাক্ত করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আরেকটি ১/১১ সৃষ্টি করার জন্যও হতে পারে। এজন্যই বলছি, ঘটনার ভালভাবে তদন্ত হোক।

ইতোমধ্যে তদন্ত কমিশন ঘটিত হয়েছে। আমরা এই কমিশনের উপর অনাস্থা রাখছিনা। কিন্তু আমাদের আহ্বান থাকবে, ঘটনার নিরপেক্ষ তদন্ত করার। দোষীরা যাতে কোনভাবেই রক্ষা না পায়, সেটি আমাদের দাবি।

প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নুরুল হক নুরকে বিদেশে চিকিৎসার নির্দেশনা দেওয়া হলেও, সেটি নিয়ে গড়িমসি চলছে বলেও মন্তব্য করেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন,"আজকে আওয়ামিলীগের সন্ত্রাসীরা রাস্তায় মিছিল করছে স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু করতে পারছে না।নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের এই মিছিলের পুরো দায় এই স্বরাষ্ট্র উপদেষ্টার।এরা জাতীয় পার্টির বিষয়েও কোন পদক্ষেপ নিচ্ছে না। এখন থেকে জাতীয় পার্টি ও আওয়ামিলীগের দোসরদের যেখানেই পাওয়া যাবে সেখানেই গণপিটুনি দিতে হবে। নুরুল হক নুরের উপর হামলার ঘটনায় সরকার বিচার না করলে যা যা করা দরকার আমরা তাই করবো।

বিক্ষোভ সমাবেশে গণঅধিকার পরিষদ মহানগর দক্ষিণের সভাপতি এডভোকেট নাজিম উদ্দীনের সভাপতিত্বে মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উচ্চতর পরিষদের সদস্য হাসান আল মামুন, আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম, মাহফুজুর রহমান, সাংগঠনিক তোফাজ্জল হোসেন, মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান,শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান,ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট প্রমুখ।

উল্লেখ্য যে, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাপা নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করলে গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নুর ও রাশেদ খাঁনসহ বেশ কয়েকজন আহত হন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন