

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, “যারা একাত্তরের যুদ্ধে পরাজিত হয়েছিল, জনগণ এবারও তাদের প্রত্যাখ্যান করবে।” তার মতে, সাধারণ মানুষ কখনোই সেই শক্তিকে গ্রহণ করবে না।
শনিবার (১৫ নভেম্বর) ভোলার লালমোহনের শাহাবাজপুর কলেজ মাঠে আয়োজিত সংবর্ধনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
মেজর হাফিজ বলেন, আগামী ফেব্রুয়ারির ভোট কোনোভাবেই বন্ধ হবে না। তিনি দাবি করেন, গত ১৭ বছর ধরে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে চান এবং এবার তারা সেই সুযোগ পাবে।
তিনি জানান, জনগণ যাতে ভোট দিতে পারে—সেই উদ্দেশ্যে সরকারের কিছু সিদ্ধান্ত ‘অপছন্দনীয়’ হলেও তারা মেনে নিতে বাধ্য হয়েছেন। তার মতে, গণভোটে একাধিক প্রশ্নের জবাব দিতে বলা ভোটারদের জন্য জটিল হয়ে দাঁড়ায়।
একই অনুষ্ঠানে তিনি জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের সিদ্ধান্তকে স্বাগত জানান। এতে সরকারের ব্যয় কমবে বলেও মন্তব্য করেন।
তবে তিনি অভিযোগ করেন, জুলাই সনদে অনেক কিছুই স্পষ্ট করা ছিল না, তারপরও সরকার সেই সনদের ভিত্তিতে সব কিছু চাপিয়ে দিয়েছে। জনগণ ‘জুলাই সনদ’ বা ‘পিআর’ সম্পর্কে স্পষ্ট ধারণা না রাখলেও গণভোট সেখানে যুক্ত করা হয়েছে—এটাকে তিনি ভুল পদক্ষেপ বলে উল্লেখ করেন।
দলীয় মনোনয়ন পাওয়ার পর নির্বাচনি এলাকায় প্রবেশ করলে স্থানীয় নেতা–কর্মীরা ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান। ডাওরী বাজার থেকে সমাবেশস্থলে পৌঁছাতে তিনি সমর্থকদের নিয়ে প্রায় ১০ কিলোমিটার পথ হেঁটে আসেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
