

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করাই ৭১ ও ২৪'র গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য।
১৩ নভেম্বর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, একই সময়ে জামায়াত নেতাদের “ঢাকার চেহারা পাল্টে দেওয়ার হুংকার জনমনে প্রশ্ন সৃষ্টি করেছে, যে তারা নির্বাচন বানচালে যুগপৎ আন্দোলন করছে কি না।
তিনি আজ বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হালুয়াঘাট পৌর শহরের ডিএস আলীম মাদরাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশের পর একটি বিশাল মিছিল হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ, পুরাতন বাসস্ট্যান্ড, মধ্য বাজার ও উত্তর বাজার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সুবিশাল এই মিছিলে নারী ও গারো সম্প্রদায়ের ব্যাপক উপস্থিতি নজর কেড়েছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত মিছিলটি ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার স্লোগানে মুখরিত হয়ে এক পর্যায়ে নির্বাচনী মিছিলে পরিণত হয়।
মিছিল পূর্ব সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ, পঁচাত্তরের সিপাহী জনতার বিপ্লব এবং চব্বিশের ছাত্র গণ অভ্যুত্থান একই সূত্রে গাঁথা, এক ও অভিন্ন।
দখলদার ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য ও সংহতি নিশ্চিত করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করাই মুক্তিযুদ্ধ, সিপাহী জনতার বিপ্লব এবং ছাত্র গণ অভ্যুত্থানের লক্ষ্য। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জন প্রতিনিধি দ্বারা এই লক্ষ্য বাস্তবায়নের বিকল্প নেই। বিএনপি এই লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ।
তিনি সরকার ও নির্বাচন কমিশনের প্রতি দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার আহবান জানিয়ে বলেন, ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন না হলে দেশ মহা বিপর্যয়ের মধ্যে পড়বে, যার সম্পূর্ণ দায় সরকারের উপর বর্তাবে।
তিনি নির্বাচনের পথে কয়েকটি রাজনৈতিক দলের প্রতিবন্ধকতা সৃষ্টি ও অপচেষ্টার কথাও উল্লেখ করেন। বিএনপির পক্ষে জন জোয়ার দেখা মাত্রই তারা নন-ইস্যুকে ইস্যু বানিয়ে নৈরাজ্য সৃষ্টি করে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চায়। এতে সুযোগ নিয়ে পালাতক ফ্যাসিবাদ আবার ফিরে আসবে। আওয়ামী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চক্রান্ত চলছে বলে জনমনে ধারণা জন্মেছে।
মিছিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলীসহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
