শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মামদানিকে যে বার্তা দিলেন প্রিয়াংকা চোপড়া

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১০:২৩ পিএম
মামদানি-প্রিয়াংকা চোপড়া
expand
মামদানি-প্রিয়াংকা চোপড়া

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ইতিহাস সৃষ্টি করে নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। মাত্র ৩৪ বছর বয়সে তিনি এই শহরের কনিষ্ঠতম এবং প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। মামদানির এই জয় নিউইয়র্কের বিভিন্ন সম্প্রদায়, বিশেষ করে অভিবাসী জনগোষ্ঠীর জন্য এক বিশাল অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে।

মামদানির এই ঐতিহাসিক সাফল্যের খবর বিশ্বজুড়ে গণমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। বিভিন্ন দেশের সেলিব্রেটি ও তারকারাও তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া।

জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জোহরান মামদানিকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা শেয়ার করেছেন।

তিনি লিখেছেন, অভিনন্দন জোহরান মামদানি। নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র! ইতিহাস তৈরি হলো। মীরা নায়ার, আপনাকেও অভিনন্দন।

মামদানির এই নির্বাচন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি আমেরিকার রাজনৈতিক মঞ্চে অভিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ক্রমবর্ধমান প্রভাবের একটি শক্তিশালী প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

জোহরান মামদানি উগান্ডার কাম্পালায় জন্মগ্রহণ করেন। তার পরিবার পরে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বসবাস শুরু করে এবং পরবর্তীতে নিউইয়র্কে স্থায়ী হয়। ছোটবেলা থেকেই শিক্ষার প্রতি আগ্রহী জোহরান ‘দ্য ব্রঙ্কস হাই স্কুল অফ সায়েন্সে’ পড়াশোনা করেন এবং পরে বাউডোইন কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনের পাশাপাশি তিনি সমাজসেবা ও রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা জোহরানকে রাজনৈতিক ক্ষেত্রে শক্তিশালী ভিত্তি প্রদান করেছে। তার হাত ধরেই নিউইয়র্কের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, যেখানে বিভিন্ন সম্প্রদায়ের অংশগ্রহণ এবং প্রতিনিধিত্ব আরও দৃঢ়ভাবে প্রতিফলিত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন