

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ওয়ার্ড পর্যায়ের সম্মেলনে জাল ভোট দেওয়ার অভিযোগে এক বিএনপি নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে দলীয় কর্তৃপক্ষ। অভিযুক্ত ওই নেতা হলেন ২৪ বছর বয়সী শাহজালাল।
শনিবার (৪ অক্টোবর) জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনায় আয়োজিত ওয়ার্ড কাউন্সিলে শাহজালাল একবার ভোট দেওয়ার পর দ্বিতীয়বার ভোট দেওয়ার চেষ্টা করেন। কর্তব্যরত কর্মকর্তারা বাধা দিলে তিনি সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং সংগঠনের ভাবমূর্তি রক্ষায় অনৈতিক বা বেআইনি কর্মকাণ্ডে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হয় না। তাই শাহজালালকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এ সিদ্ধান্তের অনুলিপি পাঠানো হয়েছে খুলনা বিভাগীয় সাংগঠনিক প্রধান আমান উল্লাহ আমান, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতীর কাছে।
এর আগে শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নূরনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিল চলাকালে শাহাদাৎ হোসেন সরদারের প্রতিদ্বন্দ্বী বাদশা ঢালীর পক্ষে একাধিকবার ভোট দিতে গিয়ে শাহজালাল ধরা পড়েন।
ঘটনার সময় বাধা দিতে গেলে শাহাদাৎ হোসেনের ছেলে শহিদুল্লাহকে চাকু দিয়ে আঘাত করার চেষ্টা করেন তিনি। পরে স্থানীয়রা তাকে ধরে পাশের একটি দোকানে আটকে রাখে। কিছুক্ষণ পর রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক ও যুবদল নেতা রাজু আহমেদ লোকজন নিয়ে গিয়ে তাকে সেখান থেকে বের করে নিয়ে যান।
মন্তব্য করুন
