

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারে বিএনপি নেতা নুর উদ্দিনকে নিয়ে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি আওয়ামী লীগ নেত্রী ও স্থানীয়ভাবে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগ থাকা রোজিনা আক্তারের কাছ থেকে নগদ টাকা নিচ্ছেন। এ ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
নুর উদ্দিন কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড (পূর্ব) বিএনপির সাধারণ সম্পাদক। ভিডিওতে দেখা যায়, তিনি রোজিনার বাড়িতে গিয়ে কোরআন মাথায় নিয়ে শপথ করছেন এবং অন্য একজনের মাধ্যমে তার কাছ থেকে প্রায় দুই লাখ টাকা গ্রহণ করছেন।
রোজিনা অভিযোগ করেন, রাজনৈতিক ও প্রশাসনিক আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতিতে প্রথমে টাকা নেন নুর উদ্দিন। পরে আরও অর্থ দাবি করলে অস্বীকৃতি জানানোর কারণে তাকে প্রাণনাশ ও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
ভিডিওটি গত ৫ আগস্ট ধারণ করা হলেও তখন প্রকাশ হয়নি। সম্প্রতি পুনরায় অর্থ দাবি করার পর এটি প্রকাশ করা হয় বলে জানা গেছে।
অভিযোগ প্রসঙ্গে নুর উদ্দিন দাবি করেন, এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র। তবে কোরআন মাথায় নেওয়ার বিষয়টি নিয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।
কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রথমে তাকে শোকজ করা হবে, প্রয়োজন হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান বলেন, বিষয়টি তাদের দৃষ্টিগোচর হলেও এখনও আনুষ্ঠানিক অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
