

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, জিয়া পরিবারের সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীর সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, বরং হৃদয়ের একটি বন্ধন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাবেক সামরিক কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত বৈঠকে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ অনুভূতির কথা তুলে ধরেন। বৈঠকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত শতাধিক সদস্য অংশ নেন।
তারেক রহমান জানান, গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও বেগম খালেদা জিয়া ২১ নভেম্বর সেনাকুঞ্জের অনুষ্ঠানে গিয়েছিলেন। চিকিৎসকদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তিনি সেখানে উপস্থিত হন—কারণ, সেনাবাহিনীর সঙ্গে তাঁদের পরিবারের সম্পর্ক অত্যন্ত গভীর। অনুষ্ঠানে গিয়ে ফিরে তিনি মানসিকভাবে অনেকটা শক্ত হন বলেও জানান তারেক।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছেন এবং দেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তাই সামরিক বাহিনীর প্রতি তাঁদের পারিবারিক টান দীর্ঘ দিনের।
অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ভবিষ্যতে বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে যোগ্য সাবেক সামরিক কর্মকর্তাদের দেশ পুনর্গঠনে বিভিন্ন দায়িত্ব দেওয়া হবে। তিনি জানান, ইতোমধ্যে দল ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি নিয়ে কাজ করছে।
বর্তমান পরিস্থিতি নিয়ে তারেক রহমান বলেন, স্বৈরাচারী শাসন দেশের প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দিয়েছে। তাই গণতন্ত্র প্রতিষ্ঠা ও জবাবদিহি ফিরিয়ে আনা এখন জরুরি। এর মাধ্যমেই দেশের পুনর্গঠন সম্ভব।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিচালনা করেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ ও ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীও বক্তব্য দেন।
এছাড়া বিভিন্ন পর্যায়ের অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জামিল ডি আহসান থেকে শুরু করে কর্নেল, মেজর, লেফটেন্যান্ট ও নৌ-বাহিনীর সাবেক সদস্যরাও তাঁদের মতামত তুলে ধরেন।
মন্তব্য করুন

