বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পিআরের দাবিতে আন্দোলন করে দেশ অস্থিতিশীল করা হচ্ছে: আমীর খসরু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৩ পিএম
আমীর খসরু মাহমুদ চৌধুরী
expand
আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আনুপাতিক ভোট পদ্ধতি (পিআর) নিয়ে আন্দোলন চালানোর মাধ্যমে বিভিন্নভাবে দেশ অস্থিতিশীল করা হচ্ছে কি না—এ নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন রয়েছে।

তিনি বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বনানীর হোটেল সেরিনায় সাংবাদিকদের সাথে আলাপকালে এই মন্তব্য করেন।

খসরু বলেন, নির্বাচনজনিত অনীহা থেকেই পিআরের দাবিতে আন্দোলন তোলা হয়েছে—তাই এর উদ্দেশ্য ও প্রভাব নিয়ে সন্দেহ রয়েছে। তবে তার মত, এই আন্দোলন বিএনপিকে কোনোভাবেই চাপে ফেলছে না।

জনগণ নির্বাচনের অপেক্ষায় আছে, তাই দলের লক্ষ্য হওয়া উচিত মাঠ দখল না করে ভোট-মুখী প্রচারণায় নামা।

তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে মাঠ দখলের মাধ্যমে অগণতান্ত্রিক কোনো পরিস্থিতি সৃষ্টি করলে এবং যদি শান্তিপূর্ণভাবে নির্বাচনের অধিকারকে বাধাগ্রস্ত করা হয়, তাহলে সবারই রাজনৈতিক ভবিষ্যৎ বিবেচনা করে নেওয়া উচিত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X