

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান যুক্তরাজ্য থেকে বাংলাদেশের উদ্দেশে দেশে রওনা হয়েছেন।
তিনি ইতোমধ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে চেক-ইন সম্পন্ন করেছেন। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় তার ফ্লাইটটি ছেড়ে যাবে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকায় অবতরণের কথা রয়েছে জোবাইদা রহমানের।
এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, জোবাইদা বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন।
এরপর আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবেকখন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। আজ দুপুরে মেডিকেল বোর্ড বিদেশে চিকিৎসার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা রয়েছে।
এদিকে, খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাবেন ১৬ জনের একটি মেডিকেল ও পরিচর্যা দল। তাঁদের মধ্যে রয়েছেন- সৈয়দা শমীলা রহমান (কোকোর স্ত্রী), ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. রিচার্ড জন বিলি, ডা. জিয়াউল হক, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, আব্দুল হাই মল্লিক, মাসুদার রহমান।
এছাড়া পরিচর্যাকারী ফাতেমা বেগম ও রুপা শিকদারও সফরসঙ্গী থাকবেন।
বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক হলেও তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন।
এদিকে তাঁর চিকিৎসায় সহযোগিতা করতে যুক্তরাজ্য ও চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা ঢাকায় এসে অবস্থান করছেন। তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে পরামর্শ দিচ্ছেন।
মন্তব্য করুন

