বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে পালানোর চেষ্টাকালে শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৮:৪৮ এএম
শামীম ওসমানের সহযোগী আজিজুল ইসলাম আজিজ
expand
শামীম ওসমানের সহযোগী আজিজুল ইসলাম আজিজ

নারায়ণগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আজিজুল ইসলাম আজিজকে ভারতের উদ্দেশে পালানোর সময় গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর এলাকায় ইমিগ্রেশন পুলিশের সহায়তায় দর্শনা থানা পুলিশ তাকে আটক করে।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রাকিব খান জানিয়েছেন, স্থানীয় পুলিশের সহযোগিতায় আজিজকে গ্রেপ্তার করা হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় সোমবার তাকে আদালতে পাঠানো হবে। তদন্তের প্রয়োজনে রিমান্ডের আবেদন করা হবে।

সূত্রে জানা যায়, ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত শামীম ওসমানের ঘনিষ্ঠ এই সহযোগী আজিজ তেজগাঁও শিল্পাঞ্চলের এরশাদ গ্রুপের গুদাম থেকে বিভিন্ন সময় মূল্যবান পণ্য লুট এবং চাঁদা আদায়ের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে এই ঘটনাকে কেন্দ্র করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা হয়। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩০ জনের নাম উল্লেখ করা হয়। মামলাটির তদন্ত এখন ডিবি পুলিশের তেজগাঁও বিভাগ করছে।

আজিজুল ইসলাম নারায়ণগঞ্জে অবস্থিত এরশাদ গ্রুপের একটি রড তৈরির কারখানারও মালিকানার সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, ওই কারখানার যন্ত্রাংশ ও কাঁচামাল লুটপাটের ঘটনাতেও তিনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্র বলছে, এবি ব্যাংক থেকে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে গড়ে ওঠা ওই শিল্পপ্রতিষ্ঠান দখল নিতে প্রতিদ্বন্দ্বী পক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হয়। পরে কারখানার মালিক কারাগারে যাওয়ার সুযোগে আজিজ ও তার সহযোগীরা সেখানে লুটপাট চালান বলে অভিযোগ উঠে।

গ্রেপ্তার হওয়া আজিজকে সোমবার আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন