

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জুলাই আন্দোলনের সময় সরকার যে কঠোর পদক্ষেপ নিয়েছিল, সেটিকে ভুল হিসেবে স্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে দেওয়া এক সাক্ষাৎকারে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জয় এই মন্তব্য করেন।
জয় বলেন, আমাদের সরকারের কিছু সিদ্ধান্ত ভুল ছিল, বিশেষ করে আন্দোলন মোকাবিলার ক্ষেত্রে।
তিনি আরও জানান, জাতিসংঘের এক প্রতিবেদনে আন্দোলনের সময় ১,৪০০ জনের প্রাণহানির কথা বলা হয়েছে, যদিও অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা ৮০০ জনের মৃত্যুর তথ্য দিয়েছেন।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হয়, তাহলে ইসলামপন্থী শক্তিগুলোই সবচেয়ে বেশি লাভবান হবে, যা দেশের জন্য বড় হুমকি।
তার দাবি, বর্তমান রাজনৈতিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে, এবং এর নেতৃত্বে আছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
জয়ের ভাষায়, যে কোনো নির্বাচনে যদি বড় রাজনৈতিক দলকে বাদ দেওয়া হয়, সেটা আর গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে না- সেটি পরিণত হয় প্রহসনে।
সজীব ওয়াজেদ জয় বলেন, যদি সরকার একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে না পারে, তবে রাজনৈতিক সংকট আরও গভীর হবে। আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, এবং নির্বাচন হতে হবে অবাধ ও সুষ্ঠু।
তার মতে, বর্তমানে যা ঘটছে, তা মূলত আমার মা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখার পরিকল্পনার অংশ। এটা ন্যায়বিচারের নামে রাজনৈতিক প্রতিশোধ ছাড়া কিছুই নয়।
জয় অভিযোগ করেন, ড. ইউনূস নেতৃত্বাধীন বর্তমান সরকারের অধীনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ঘটছে।
তার দাবি, আওয়ামী লীগের শত শত নেতা-কর্মী এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে আটক রয়েছেন, অনেকের জামিনও দেওয়া হচ্ছে না।
তিনি সতর্ক করে বলেন, যদি আওয়ামী লীগকে পর্যাপ্ত প্রস্তুতির সময় না দেওয়া হয়, তবে সেই নির্বাচনের ফলাফল জনগণ মেনে নেবে না, আন্তর্জাতিক সম্প্রদায়ও তা স্বীকৃতি দেবে না।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস
মন্তব্য করুন
