শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনার পদত্যাগপত্র নিয়ে যা ছড়ানো হচ্ছে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৭:১২ পিএম
হাসিনার পদত্যাগপত্র নিয়ে যা ছড়ানো হচ্ছে
expand
হাসিনার পদত্যাগপত্র নিয়ে যা ছড়ানো হচ্ছে

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্রেকিং নিউজ- বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা’ শীর্ষক একটি দাবি ব্যাপকভাবে ছড়িয়েছে।

ফ্যাক্টচেক সংস্থা রিউমর স্ক্যানার এই দাবি যাচাই করেছে। তাদের অনুসন্ধান অনুযায়ী, জাতিসংঘ বা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থা এ ধরনের কোনো সিদ্ধান্ত নেনি। এমনকি গণমাধ্যমে বা বিশ্বস্ত সূত্রে এর কোনো তথ্য পাওয়া যায়নি। মূলত, কোনো প্রমাণ ছাড়াই এই দাবি সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

প্রচলিত দাবিতে বলা হচ্ছে, গণঅভ্যুত্থানের পর পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না হলে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা জারি হবে। ফ্যাক্টচেক অনুযায়ী, এ ধরনের কোনো পদক্ষেপ আন্তর্জাতিক বা জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়নি, এবং জাতিসংঘের ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বা প্রকাশিত চ্যানেলেও কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখযোগ্য, ১৯ অক্টোবর প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রম বিভাগের মিলিটারি অ্যাফেয়ার্স দপ্তর (ওএমএ) নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে একটি চিঠি পাঠিয়েছে, যেখানে বাংলাদেশের শান্তিরক্ষীর সংখ্যা কমানোর বিষয়ে সিদ্ধান্তের কথা উল্লেখ ছিল। তবে এটি কোনো ব্যক্তিগত পদত্যাগ বা সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞার সঙ্গে সম্পর্কিত নয়।

ফলস্বরূপ, সামাজিক মাধ্যমে ছড়ানো “শেখ হাসিনার পদত্যাগপত্র না দিলে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা” শীর্ষক দাবি মিথ্যা এবং বিভ্রান্তিকর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন