

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামিন নিয়ে বাড়িতে থাকা আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অবৈধ সম্পদ অর্জন ও অস্বাভাবিক অর্থ লেনদেনের অভিযোগে তাদের দুজনের বিরুদ্ধে এই মামলার কথা জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
দুদক মহাপরিচালক জানান, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১২ কোটি টাকার বেশি মূল্যের সম্পদ ও ২১টি ব্যাংক হিসাবে মোট ১শ ২৪ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন করার তথ্য পাওয়া গেছে সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে। এছাড়া তার স্ত্রী রেহানা চৌধুরীর নামেও অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক।
তিনি জানান, দুর্নীতি প্রতিরোধ আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে। যেখানে একটি মামলায় সাবের হোসেন চৌধুরী ও অপর মামলায় স্ত্রীসহ আসামি করা হয়েছে সাবেক এই মন্ত্রীকে।
উল্লেখ্য যে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সাবের হোসেন চৌধুরী। ৫ আগস্টের পর গ্রেফতার হলেও পরবর্তীতে আদালত থেকে জামিন নিয়ে বাড়িতে অবস্থান করছেন তিনি।
মন্তব্য করুন