বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ওবায়দুল কাদেরের ভাইসহ ৯ নেতাকর্মী গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১২:২৫ পিএম
শাহাদাত হোসেন
expand
শাহাদাত হোসেন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত হোসেনসহ দলের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ওবায়দুল কাদেরের ভাই শাহাদাতসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হয়েছে বা কী কারণে তাদের আটক করা হয়েছে, তা সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

ডিবি পুলিশ জানিয়েছে, আইনানুগ প্রক্রিয়া অনুসারে গ্রেফতারদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন