বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১১:৪৮ এএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ রাজধানীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।

সোমবার (১৪ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযান পরিচালনা করে ওই নেতাকর্মীদের আটক করা হয়।

ডিবি পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গ্রেফতার অভিযানটি সংগঠনের একটি গোপন বৈঠকের তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়েছে। সেই বৈঠক থেকে শ্রমিক লীগ নেতা সহ আরও পাঁচজনকে আটক করা হয়।

ডিসি তালেবুর রহমান আরও জানান, আটককৃত ছয়জনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃতদের নিয়ে ডিবি পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন