শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনার ভোট করার সব পথ বন্ধ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০২:২০ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে নতুন সংশোধনী: অভিযুক্তদের প্রার্থী হওয়ার যোগ্যতা স্থগিত

অন্তর্বর্তী সরকার ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধন করে নতুন ধারা যুক্ত করেছে।

সংশোধিত বিধান অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গৃহীত হলে তিনি সংসদ সদস্য বা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য থাকবেন না।

সোমবার (৬ অক্টোবর) রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (তৃতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নামে নতুন অধ্যাদেশটি জারি করা হয়।

নতুন আইনে বলা হয়েছে, বিচারাধীন অবস্থায় কোনো অভিযুক্ত ব্যক্তি রাষ্ট্রীয় বা সরকারি দায়িত্ব পালন করতে পারবেন না।

তবে যদি কেউ ট্রাইব্যুনালের রায়ে খালাস পান, তার ক্ষেত্রে এই অযোগ্যতা প্রযোজ্য হবে না।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আইনটির উদ্দেশ্য হলো— বিচার প্রক্রিয়া চলাকালে অভিযুক্ত কেউ যেন রাষ্ট্রের কোনো দায়িত্বে না থাকতে পারেন, তা নিশ্চিত করা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন