শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক হাবিব গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১০:০০ পিএম
ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া
expand
ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া

রাজধানীর গুলশান এলাকা থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) ভোরে গুলশান ১১৮ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারের পর তাকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়, এবং আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক বলেন, গত ১৩ সেপ্টেম্বর দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজ ভোরে আহসান হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া আওয়ামী লীগ নেতা এম এ সাত্তার ভূঁইয়ার ছেলে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন