শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যরাতে হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে ধরা ৪ ছাত্রলীগ নেতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৭ পিএম
নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক
expand
নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক

গোপালগঞ্জের কাশিয়ানীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় খিচুড়ি রান্নার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাট্রাইধোবা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

এ সময় বেশ কয়েকজন আটক হন। আটককৃতরা হলেন—ওই এলাকার মো. হাসান মোল্লা, সাগর মৃধা, মো. ইব্রাহিম ও সাফায়েতুল ইসলাম। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটি আয়োজন করা হচ্ছিল। পাশাপাশি নাশকতারও পরিকল্পনা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

খবর পেয়ে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। তবে শারীরিক অসুস্থতার কারণে ইসা ইসলাম নামে একজনকে তার বাবা-মায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

ওসি আরও জানান, আটক চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন