বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

গানম্যান পেলেন ববি হাজ্জাজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:৩২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

নিরাপত্তার স্বার্থে ঢাকা-১৩ নং সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও এনডিএম-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ববি হাজ্জাজকে গানম্যান প্রদান করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে এ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।

এ বিষয়ে এনডিএম-এর সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম এক বিবৃতিতে বলেন, ঢাকা-১৩ আসনের অন্তর্ভুক্ত মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা থানা এলাকা বর্তমানে অপরাধপ্রবণ হিসেবে চিহ্নিত। এসব এলাকায় নিয়মিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে।

সম্প্রতি হাদি হত্যা এবং বিএনপির স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর-এর সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ড সার্বিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

তিনি আরও বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে যাদের কণ্ঠ সবসময় উচ্চ ও স্পষ্ট ছিল, তাদের মধ্যে এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ মহোদয় অন্যতম। তিনি তাঁর নেতৃত্বাধীন দল এনডিএম-এর পক্ষ থেকে সর্বপ্রথম শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করেন, যার ফলে তাকে ব্রিটিশ পার্লামেন্ট থেকে পদত্যাগ করতে হয়। এর পর থেকেই ববি হাজ্জাজ মহোদয়ের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হুমকি আসতে থাকে।

ব্যারিস্টার শাহেদুল আজম বলেন, এই প্রেক্ষাপটে ববি হাজ্জাজকে নিরাপত্তা নিশ্চিত করতে গানম্যান প্রদান একটি সময়োপযোগী ও দায়িত্বশীল সিদ্ধান্ত। এ জন্য দলীয়ভাবে আমরা বাংলাদেশ সরকার ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X