

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন (শাকসু) নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন (ইসি) থেকে আশ্বাস পাওয়া গেছে। তবে প্রত্যেক প্যানেলের প্রার্থীদের তিনটি শর্তে অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের এ বিষয়টি জানান ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
এদিকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজে জানানো হয়েছে, শাকসু নিয়ে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী আজ সন্ধ্যায় ঢাকায় নির্বাচন কমিশন অফিসে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ নির্বাচন কমিশনারদের সমন্বয়ে ফুল কমিশন সভায় আলোচনায় মিলিত হন। সভায় শাকসু নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস পাওয়া গেছে।
শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, ‘ইসি বরাবর আমাদের আবেদন তুলে ধরা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার প্রত্যেক প্যানেলের দুই থেকে তিনজন করে প্রার্থীদের সম্মিলিতভাবে অঙ্গীকারনামা পেশ করার কথা বলেছেন।’
অঙ্গীকারনামার তিনটি শর্তের হচ্ছে:
১. শাকসু নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পৃক্ততা নেই।
২. শাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো বিরূপ প্রতিক্রিয়া ফেলবে না।
৩. শাকসু নির্বাচনকালীন ও পরবর্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে না।
অঙ্গীকারনামায় স্বাক্ষরকারীদের নাম, মোবাইল নম্বর, শাকসুতে পদের নামসহ থাকতে হবে জানান ভারপ্রাপ্ত উপাচার্য।
অঙ্গীকারনামায় স্বাক্ষর করার বিষয়টি প্রত্যাখান করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, মৌখিকভাবে প্রশাসনের সহযোগিতার প্রতিশ্রুতি দিলেও কোনো অঙ্গীকারনামায় স্বাক্ষর করবেন না।
মন্তব্য করুন
