

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে জোটে না গিয়ে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলটির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমেদ এই ঘোষণা দিয়েছেন।
বুধবার মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি এলডিপিকে যথাযথ গুরুত্ব দেয়নি। তার অভিযোগ, নির্বাচনী সমন্বয়ের জন্য এলডিপির পক্ষ থেকে ১৪ জন প্রার্থীর একটি তালিকা দেওয়া হলেও বিএনপি সেটিকে গুরুত্বসহকারে বিবেচনা করেনি।
ড. কর্নেল অলি আরও বলেন, এলডিপির নেতাকর্মীরা দীর্ঘ সময় অপেক্ষা করলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাননি। তার মতে, শরিক দল হিসেবে এলডিপির অবস্থান ও অবদানকে বিএনপি অবমূল্যায়ন করেছে।
তিনি বলেন, এলডিপিকে রাজনৈতিকভাবে টিকিয়ে রাখার স্বার্থে বিএনপি অন্তত প্রস্তাবিত তালিকার কিছু নাম বিবেচনায় নিতে পারত। সব প্রার্থী মেনে নেওয়ার দাবি ছিল না বলেও জানান তিনি।
এই প্রেক্ষাপটেই এলডিপি আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান দলটির চেয়ারম্যান।
মন্তব্য করুন

