বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হোটেলে অচেনা পুরুষের সঙ্গে অভিনেত্রী, ভিডিও ভাইরাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ পিএম
অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ
expand
অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ

কয়েক দিন আগে বিদেশে বাবা শাহরুখ খানের সঙ্গে জুতা কেনার সময় সুহানা খানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আলোচনায় বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। দিল্লির একটি হোটেলে এক পুরুষের সঙ্গে তার উপস্থিতির ভিডিও ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।

বিভিন্ন সূত্রের তথ্যমতে, দিল্লির ওই হোটেলে বন্ধুদের সঙ্গে খাবার খেতে গিয়েছিলেন জ্যাকুলিন। সে সময় সেখানে উপস্থিত এক ব্যক্তি অজ্ঞাতভাবে ভিডিও ধারণ করেন।

ভিডিওতে দেখা যায়, হোটেলের ভেতরে বসে আছেন অভিনেত্রী, তবে তিনি কার সঙ্গে কথা বলছিলেন বা পাশে থাকা ব্যক্তির পরিচয় -তা স্পষ্ট নয়।

পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে প্রশ্ন তোলা হয়, ভিডিওতে থাকা নারী কি সত্যিই জ্যাকুলিন ফার্নান্দেজ?

ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লেও বিষয়টি নিয়ে কোনো আপত্তি তোলেননি অভিনেত্রী নিজে। বরং বিষয়টিকে হালকা ও রসিকতার সঙ্গেই গ্রহণ করেছেন তিনি।

ওই পোস্টে মন্তব্য করে জ্যাকুলিন লেখেন, হ্যাঁ, ওটা আমি-ই। তার এই প্রতিক্রিয়ায় অনেকেই অবাক হলেও, একাংশ দর্শক বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন।

তবে পুরো ঘটনার মধ্য দিয়ে আবারও সামনে এসেছে তারকাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রশ্ন।

অনেকেই মন্তব্য করেছেন, একজন তারকা হলেও ব্যক্তিগত সময় ও জায়গায় এভাবে ভিডিও করা কতটা ন্যায্য সে বিষয়টি নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে বলিউড তারকাদের ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি করার প্রবণতা বেড়েছে।

হোটেল, আবাসিক এলাকা কিংবা পারিবারিক অনুষ্ঠানে পর্যন্ত ফটোসাংবাদিকদের উপস্থিতি নিয়ে একাধিক তারকা বিরক্তি প্রকাশ করেছেন।

অভিনেতা রণবীর কাপুর এক সময় অভিযোগ করেছিলেন, তার বাসস্থানসংলগ্ন এলাকায় ফটোসাংবাদিকরা প্রায় ঢুকে পড়েছিলেন।

একইভাবে কারিনা কাপুর খান ও সাইফ আলি খান তাদের সন্তানদের ছবি তোলা থেকে বিরত থাকার কড়া অনুরোধ জানিয়েছিলেন।

এ ছাড়া সম্প্রতি স্কুলের একটি অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে শাহিদ কাপুরের মেয়ে মিশার ছবি তোলায় ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেতা নিজেও।

এসব ঘটনার মধ্য দিয়ে তারকাদের ব্যক্তিগত পরিসর ও গণমাধ্যমের দায়িত্ব নিয়ে আলোচনা আরও জোরালো হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X