বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের জন্য যেভাবে সাজানো হলো নিরাপত্তা ছক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ পিএম
তারেক রহমান
expand
তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করেছে। নিরাপত্তা পরিকল্পনাটি তিনটি জোনে ভাগ করা হয়েছে—রেড, ইয়েলো এবং হোয়াইট।

সূত্র জানায়, সরকারের উচ্চপর্যায় থেকে তারেক রহমানের নিরাপত্তা সর্বোচ্চ স্তরে নিশ্চিত করার জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি বৈঠক হয়েছে। এসব সভায় অংশ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), বিভিন্ন ইউনিট এবং সিএসএফ।

জোনের বিভাজন:

রেড জোন: বিশেষ সিকিউরিটি কার্ড ছাড়া প্রবেশ নিষিদ্ধ।

ইয়েলো জোন: আলাদা কার্ডধারীরা প্রবেশ করতে পারবেন।

হোয়াইট জোন: সাধারণ মানুষের জন্য উন্মুক্ত এলাকা।

সূত্র জানায়, তারেক রহমানের আগমনের দিন প্রায় ২ হাজার পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন থাকতে পারেন। তবে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সরাসরি নিরাপত্তা দিচ্ছে না।

ডিএমপি অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম জানিয়েছেন, প্রকাশ্য এবং গোপনে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। পেশাকধারী পুলিশ ছাড়াও গোয়েন্দা নজরদারি চলবে। তিনি বলেন, নিরাপত্তা পরিকল্পনায় বিমানবন্দর, এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান পর্যন্ত রাস্তা এবং তারেক রহমানের বাসভবন অন্তর্ভুক্ত করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, গুলশানে তারেক রহমান ও খালেদা জিয়ার বাসভবন দেওয়ালঘেঁষা হওয়ায় এ দুটি বাসা ও তারেক রহমানের অফিসকে সর্বোচ্চ নিরাপত্তা পরিকল্পনায় রাখা হয়েছে। রুটজুড়ে পুলিশি নজরদারি জোরদার করা হবে।

গুলশান, বনানী ও বারিধারা এলাকায় সাধারণত ৯টি চেকপোস্ট থাকে, যেখানে ১৫০-এর বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। তারেক রহমানের আগমনের কারণে চেকপোস্ট ও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

গুলশান বিভাগের উপকমিশনার রওনক আলম জানিয়েছেন, বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে নিরাপত্তা নিশ্চিত করছে, চূড়ান্ত নির্দেশনা এখনও জারি হয়নি। তবে নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X