সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সামনে ফুয়াদ, পেছনে বিএনপি নেতাকর্মীদের স্লোগান ‘ফুয়াদের দুই গালে জুতা মারো তালে তালে’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ এএম
অসহায়, করুন মুখে কয়েকজন ফুয়াদকে ধরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করছেন
expand
অসহায়, করুন মুখে কয়েকজন ফুয়াদকে ধরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করছেন

‘ফুয়াদের দুই গালে জুতা মারো তালে, ফুয়াদের চামড়া তুলে নেব আমরা’ বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ সামনে দিয়ে যাচ্ছেন আর পেছনে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এই স্লোগান দিচ্ছে।

অসহায়, করুন মুখে কয়েকজন ফুয়াদকে ধরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করছেন।

সামাজিক মাধ্য্যমে ছড়িয়ে পড়েছে ব্যারিস্টার ফুয়াদকে কেন্দ্র করে এই ভিডিও।

গতকাল রোববার দুপুরে নিজের নির্বাচনী এলাকায় গিয়ে ব্তিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

এসময় তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয় তারা, তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করলে ফের স্লোগান দেয় ‘ফুয়াদের দুই গালে জুতা মারো তালে, ফুয়াদের চামড়া তুলে নেব আমরা।’ জানা গেছে, রোববার রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যান ব্যারিস্টার ফুয়াদ।

এসময় তিনি বলেন, ‘স্থানীয়রা চাঁদা চাওয়ার কারণে সেতুর কাজ স্থগিত ছিল।’

এর পরপরই স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X