সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রণক্ষেত্র ধানমন্ডি ৩২, বহু আহত: বিক্ষুব্ধ জনতার গণ বিক্ষোভ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম
ধানমন্ডি ৩২-এ এক্সকাভেটর ঢোকানোর চেষ্টা
expand
ধানমন্ডি ৩২-এ এক্সকাভেটর ঢোকানোর চেষ্টা

ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় এক্সকাভেটর নিয়ে প্রবেশের চেষ্টা ঘিরে বিক্ষুব্ধদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

সোমবার দুপুর ১টার দিকে শুরু হওয়া এ পরিস্থিতিতে দুই পক্ষই মুখোমুখি অবস্থানে দাঁড়ায়।

বিক্ষোভকারীরা প্রথমে ধানমন্ডি ৩২–এর সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। পরে তারা পুলিশের ব্যারিকেড ঠেলে ভেতরে অগ্রসর হওয়ার চেষ্টা করেন।

এতে উত্তেজনা বাড়লে বিক্ষোভকারীদের দিক থেকে ইট-পাটকেল ছোড়া হয়।

এক পর্যায়ে পুলিশের এক সদস্যের মাথায় আঘাত লাগতে দেখা যায় এবং আরও কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হন।

এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের পিছু হটানোর চেষ্টা করে। এর আগে বিক্ষুব্ধ জনতা পুলিশের জলকামান অগ্রসর হতে বাধা দেন।

সংঘর্ষ বাড়তে থাকায় দ্রুতই সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে আসে এবং পুলিশও অতিরিক্ত সদস্য মোতায়েন করে।

তাদের উপস্থিতিতে ধানমন্ডি ৩২ এলাকার চারপাশে কঠোর নিয়ন্ত্রণ জোরদার করা হয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় বিরতিতে ধাওয়া–পাল্টা ধাওয়া, সাউন্ডগ্রেনেডের শব্দ এবং ছত্রভঙ্গ করার অভিযান চলতে দেখা যায়। ধানমন্ডি ৩২–এর প্রবেশমুখ ও আশপাশের এলাকায় বিক্ষোভকারীরা জড়ো হলেই আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন