রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাজ্যের ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা জারি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন যুক্তরাজ্যের ভিসা প্রত্যাশীদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে।

রবিবার (১৬ নভেম্বর) প্রকাশিত এ সতর্কবার্তায় বলা হয়েছে, যুক্তরাজ্যের কোনো ভিসা বা ইটিএ (ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন) কখনোই গ্যারান্টিযুক্ত নয়।

বার্তায় ভিসা নিশ্চিত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ফোন, ই-মেইল বা টেক্সটের মাধ্যমে যোগাযোগকারী দালাল বা প্রতারকদের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। হাইকমিশনের ভাষ্য, যে কেউ যদি দাবি করে যে সে যুক্তরাজ্যের ভিসা ‘নিশ্চিত’ করে দিতে পারে-তা নিঃসন্দেহে প্রতারণা।

হাইকমিশন আরও জানায়, ভিসা আবেদন গ্রহণ ও মূল্যায়ন পুরোপুরি যুক্তরাজ্যের সরকারি প্রক্রিয়া অনুসারে সম্পন্ন হয়। এ ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিশেষ প্রভাব খাটানোর বা নিশ্চয়তা দেওয়ার ক্ষমতা নেই।

সতর্কবার্তায় বাংলাদেশের আবেদনকারীদেরকে ভিসা সংক্রান্ত সঠিক তথ্যের জন্য ব্রিটিশ সরকারের ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন