

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন যুক্তরাজ্যের ভিসা প্রত্যাশীদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে।
রবিবার (১৬ নভেম্বর) প্রকাশিত এ সতর্কবার্তায় বলা হয়েছে, যুক্তরাজ্যের কোনো ভিসা বা ইটিএ (ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন) কখনোই গ্যারান্টিযুক্ত নয়।
বার্তায় ভিসা নিশ্চিত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ফোন, ই-মেইল বা টেক্সটের মাধ্যমে যোগাযোগকারী দালাল বা প্রতারকদের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। হাইকমিশনের ভাষ্য, যে কেউ যদি দাবি করে যে সে যুক্তরাজ্যের ভিসা ‘নিশ্চিত’ করে দিতে পারে-তা নিঃসন্দেহে প্রতারণা।
হাইকমিশন আরও জানায়, ভিসা আবেদন গ্রহণ ও মূল্যায়ন পুরোপুরি যুক্তরাজ্যের সরকারি প্রক্রিয়া অনুসারে সম্পন্ন হয়। এ ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিশেষ প্রভাব খাটানোর বা নিশ্চয়তা দেওয়ার ক্ষমতা নেই।
সতর্কবার্তায় বাংলাদেশের আবেদনকারীদেরকে ভিসা সংক্রান্ত সঠিক তথ্যের জন্য ব্রিটিশ সরকারের ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন
