

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ তৈরি করেছে কয়েকজন নেতাকর্মী। এতে সড়কে যান চলাচল কিছুক্ষণ বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, রোববার (১৬ নভেম্বর) ভোরে ডাসার উপজেলার গোপালপুরে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও কালকিনি সাবেক চেয়ারম্যান মীর গোলাম ফারুক দলীয় নেতাকর্মীদের নিয়ে মহাসড়কে উপস্থিত হন। তারা সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন।
নেতাকর্মীরা জানান, ১৭ নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণার দিন দক্ষিণাঞ্চল অচল করার ঘোষণা রয়েছে।
ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ থাকায় যাত্রী ও চালকরা ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানার পুলিশ অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।
মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, “পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা সড়ক থেকে সরে যায়। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।”
মন্তব্য করুন
