শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সাড়ে ৬ হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াত প্রার্থীর র‌্যালি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম
রাজশাহীতে সাড়ে ৬ হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াত প্রার্থীর র‌্যালি
expand
রাজশাহীতে সাড়ে ৬ হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াত প্রার্থীর র‌্যালি

একজন প্রার্থীর শোভাযাত্রায় সাড়ে ৬ হাজার মোটরসাইকেল। এর মধ্যে অটো রিকশা, সাইকেল আর মোটরযান তো রয়েছে। যার প্রেক্ষিতে শহর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

রাজশাহী-২ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির মহানগরী শাখার নায়েবে আমির প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর সাড়ে ছয় হাজার মোটরসাইকেল নিয়ে র‌্যালি শুরু করেছেন।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় নগরীর নওদাপাড়া বাস টার্মিনাল বাইপাস রোড এলাকা থেকে এ র‌্যালি শুরু হয়।

এ সময় দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাওয়া হয়। এছাড়া জামায়াতের সমর্থনে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। কর্মসূচিতে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। তাদের হাতে দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড দেখা যায়।

জামায়াতের নেতারা জানিয়েছেন, দুপুর ১টায় নগরীর হেতেমখাঁ জাদুঘর মোড় হয়ে দরগাপাড়া শাহমখদুম ঈদগাহ প্রাঙ্গণে গিয়ে বক্তব্যের মাধ্যমে র্যালিটি শেষ হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন